Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

টাকা দাবি করায় সপরিবারে গুম করার হুমকির অভিযোগ

মানব পাচারকারীদের খপ্পরে পড়ে নিঃস্ব মসিউর

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মসিউর রহমান মানবপাচারী দলের খপ্পরে পড়ে এখন নিঃস্ব। কাতার থেকে দেশে ফিরে এসে তিনি এখন অসহায়। এদিকে আদম ব্যাসায়ীদের কাছে দেওয়া চার লাখ টাকা দাবি করে আরো বিপাকে পড়েছেন মসিউর। আদম ব্যবসায়ী বেজিমারা গ্রামের মহিরউদ্দীন ও গোপিনাথপুর গ্রামের হবিবার মোল্লা মসিউরসহ তার গোটা পরিবারকে গুম করার হুমকি দিচ্ছে। নিরুপায় হয়ে মসিউর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন ঝিনাইদহ সদর থানায় গত বুধবার সাধারণ ডায়েরী করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছর আদম ব্যবসায়ী সদর উপজেলার বেজিমারা গ্রামের মহিরউদ্দীন ও তার শ্বশুর গোপিনাথপুর গ্রামের হবিবার মোল্লার প্রলোভনে পড়ে চার লাখ টাকা খরচ করে কাতার যান মসিউর রহমান। সেখানে যাওয়ার পর আরো টাকা দাবি করা হয়। সেখানে সন্ত্রাসী দিয়ে নির্যাতন করা হয়। একটি বদ্ধ ঘরে এক মাস ১০ দিন আটকে রাখার পর প্রবাসিরা ঘরের তালা ভেঙ্গে বিমানের টিকেট দিয়ে দেশে পাঠিয়ে দেন। দেশে ফিরে এসে নির্যাতিত মসিউর রহমান আত্মীয় স্বজনদের কাছে বিষয়টি খুলে বললে এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। কিন্তু তারা কোন শালিস মানে না। বিদেশ যাওয়া টাকা ফেরৎ না দিয়ে উল্টো সন্ত্রাসী ও মস্তান চক্রকে লেলিয়ে দেয় আমাদের পেছনে। মসিউরের স্ত্রী রাবেয়া খাতুন অভিযোগ করেন, গত ২২ জানুয়ারি বিদেশে পাঠানোর নামে প্রতারণার কারণ জানতে চাইলে আদম ব্যবসায়ী মহিরউদ্দীনের ভাইরা ভাই মাগুরার আরজু মোবাইলে হুমকি প্রদান করে। ঘটনার দিন ০১৯৫৩-৩০৪২৩৮ নাম্বারের মোবাইল থেকে আরজু আমার স্বামীর মোবাইলে ফোন করে আমার শিশু সন্তানসহ পরিবারের লোকজনকে গুম করার হুমকি দেন। ফলে আমরা এখন আর স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছি না। আমার ছেলে মাদ্রাসায় যাওয়া আসা করে। তাকেও আদম ব্যাসায়ীরা অপহরণ করার হুমকি দিয়েছে। রাবেয়া খাতুন ঝিনাইদহ পুলিশ সুপারের কাছে বিদেশ পাঠানো চার লাখ টাকা ফেরৎ ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ