Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ২:৪৩ পিএম

স্টাফ রিপোর্টার : রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অর্ধদিবস হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। শাহবাগে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ জল কামান ও টিয়ার শেল ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল থেকে হরতাল সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। জাতীয় জাদুঘরের কাছাকাছি এলে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ জল কামান ব্যবহার করে এবং টিয়ার শেল ছোঁড়ে। কয়েক দফা এ ঘটনা ঘটে। পরে হরতাল সমর্থকরা চারুকলার সামনের সড়কে অবস্থান নেন। জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ দাবি করেন, হরতালের সমর্থনে আজ সকালে শাহবাগ এলাকায় শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলে হামলা করে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বিক্ষোভ মিছিল করে তারা শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। থানার সামানে আমাদের ব্যারিকেড আছে।
হরতালের সমর্থনে পল্টন, মোহাম্মদপুর, মিরপুরে মিছিল হয়েছে। এসব জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ