বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) খায়রুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহবুব।
আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্য অবরুদ্ধ হন। পরে রাতেই গোয়েন্দা পুলিশের এসআই খায়রুল ইসলাম ও এএসআই মাহবুবকে ক্লোজড করা হয়েছে।
এ ঘটনায় গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর সবুরকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আমির হোসেন।
এলাকাবাসী জানায়, বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই খাইরুলের নেতৃত্বে একদল ডিবি পুলিশ আল-আমীন চিড়া ও মুড়ি মিলের ম্যানেজার আবুল কালামকে আটক করেন। পরে তাকে নিয়ে যেতে চাইলে এলাকাবাসীর সঙ্গে ডিবি পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়।
এ সময় উত্তেজিত জনতার রোষানলে পড়ে গোয়েন্দা পুলিশের তিন সদস্য অবরুদ্ধ হন। পরে এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ডিবি পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। রাত ৮টার দিকে শ্রীপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ তিন সদস্যকে উদ্ধার করেন। উত্তেজিত জনতাকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।