বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার ধেরুয়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। খু হওয়া ব্যক্তির পড়নে হলুদ শার্ট ও লুঙ্গি ও নীচে হাফপ্যান্ট রয়েছে।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের ওই স্থানে হাত মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রাতে অন্য কোথাও হত্যার পর মহাসড়কের ওই স্থানে লাশ ফেলে খুনিরা পালিয়ে গেছে বলে পুলিশ ধারনা করছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, হাত মুখ বাধা অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে খুনিরা শ্বাসরোধ করে হত্যার পর মহাসড়কের পাশে ফেলে চম্পট দিয়েছে। লাশের পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি পুলিশ জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।