Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে : আইভী

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ  আইভী বলেছেন,  আমি যতদিন বেঁচে থাকব, জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকা- দেশবাসীর কাছে তুলে ধরার মধ্যদিয়ে কাজ করে যাব। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চলছে।
গতকাল বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী যুবলীগের কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, আমার প্রয়াত বাবা চুনকা কোনোদিন আওয়ামী লীগের সঙ্গে বেঈমানি করেননি। তিনি যতদিন বেঁচে ছিলেন, ততদিন দলের জন্য কাজ করে গেছেন। আমি তারই কন্যা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারণ করে এবং শেখ হাসিনার নির্দেশ মেনে আজীবন আওয়ামী লীগের সঙ্গে থাকব। দলের সুখ আর দু:খ যাই থাকুক না কেন, কোনো দিন দল থেকে বিচ্যুত হব না।
যুবলীগ প্রসঙ্গে নারায়ণগঞ্জের মেয়র বলেন, যে কোনো সংগঠন থেকে আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে দলের উন্নয়ন এবং নানা ধরনের বই-ম্যাগাজিন প্রকাশ করে দেশবাসীর সামনে তুলে ধরছে।
আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, গণতন্ত্র উন্নয়ন ও স্থিতিশীলতার পথে প্রধান সম্পদ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’। তাই আজ বাংলাদেশ খাদ্য আমদানির দেশ নয় খাদ্য রফতানির দেশ। বাংলাদেশের চাউল রফতানি হয়, রফতানি হয় চিনি, ওষুধ, ফলমূল, সবজি, মাছ রফতানি হয়। এমনকি বিশ্বের কারখানা হবে দক্ষিণ এশিয়ার এই বাংলাদেশ। দেশকে অস্থিতিশীল করতে জঙ্গি হামলাকারীদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের পরীক্ষিত বন্ধু ও নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচিত করে নারায়ণগঞ্জবাসী প্রমাণ করেছে-তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজনীতি করে না।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, সম্পাদক ম-লীর সদস্য কাজী আনিসুর রহমান, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল ও দক্ষিণ শাখার নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ