Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে ৫ টাকা চাওয়ায় হামলা নারীসহ আহত ৫

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজপুরের গালুয়া বাজারে গতক মঙ্গলবার সন্ধ্যায় জুতা সেলাইয়ের ৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ৫ জনের উপর হমলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাতে রাজাপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আহতরা হল- গালুয়া দুর্গাপুর গ্রামের রাখাল ঋষির ছেলে মহাদেব ঋষি, তার স্ত্রী ভারতী রানী, মেয়ে শিলা রানী, ছেলে ফকির চাঁন ও হরচাঁন। আহতদের মধ্যে মহাদেব, ফকির চাঁন ও হরচাঁন রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত মহাদেব ঋষি অভিযোগ করে বলেন, আমার ছোট ছেলে হরচাঁন মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় গালুয়া বাজারে জুতা সেলাইয়ের কাজে বসেন এবং সন্ধ্যাবেলা বাসার তালুকদার জুতা সেলাই করতে আসলে তার জুতা সেলাই করে ৫ টাকা চাওয়া মাত্রই আমার ছেলেকে গালমন্দ করে জামার কলার ধরে মারধর শুরু করে। ওই বাজারেই আমরা সপরিবারে থাকার কারণে আমরা ছুটে গেলে প্রতিপক্ষ পশ্চিম পুটিয়াখালী শ্রীপুরের বাসার তালুকদার, রেজোয়ান তালুকদার ও ফিরোজ তালুকদারসহ ৬/৭ জন মিলে আমাদের লাঠি দিয়ে  বেধড়ক পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয় এবং অন্যদেরও আহত করে। রাজাপুর ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ