বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহেরপুর থেকে ফারুখ মল্লিক : গত সোমবার ২৩শে জানুয়ারি তারিখে দৈনিক ইনকিলাব প্রথম পৃষ্ঠায় একটি পরিবার কতটুকু অসহায় হলে দুই ছেলে ও নাতির মৃত্যুর আবেদন করে। সংবাদটি প্রকাশের পর পরই মেহেরপুরে এই দুরারোগ্য ব্যাধি ‘ডুসিনি মাসকুলার ডিসট্রোফি’ আক্রান্ত তিনজনের চিকিৎসার জন্য জেলা সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে গঠন করেছেন তিন সদস্যের মেডিকেল দল। দলের অপর সদস্যরা হলেনÑমেহেরপুর জেনারেল সাহপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আশিস কুমার দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এহসানুল কবীর। গত রোববার মেডিকেল টিমটি মেহেরপুর শহরের বেড়পাড়ায় তোফাজ্জল হোসেনের বাড়িতে যান। সেখানে তারা তোফাজ্জলের রোগাক্রান্ত দুই সন্তান ও নাতির খোঁজখবর নেন ও তাদের চিকিৎসার কাগজপত্র পর্যবেক্ষণ করেন। ডা. রাশেদা সুলতানা জানান, এটি জিনগত সমস্যা। এ রোগের কোনো চিকিৎসা আছে বলে আমার জানা নেই। শুধু ছেলেরাই ‘ডুসিনি মাসকুলার ডিসট্রোফি’ রোগে আক্রান্ত হয়। জন্মের পর শিশু ভালোই থাকে। আক্রান্তরা তিন বছর বয়স থেকে ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না। এ রোগের বিষয় বিশেষজ্ঞদের কাছে তথ্য পাঠানো হবে বলে নিশ্চিত করেন তিনি। এদিকে খুলনা বিভাগীয় কমিশনার ও মেহেরপুর জেলা প্রশাসন তোফাজ্জেলের পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। উল্লেখ্য কয়েক বছর ধরে তোফাজ্জেলের ছেলে আবদুস সবুর (২৪), রায়হানুল ইসলাম (১৩), ও নাতী সৌরভ দুরারোগ্য রোগে আক্রান্ত। এদের চিকিৎসা ব্যায় ভার বহন করে সর্বস্বান্ত হয়েছে পরিবারটি। এ ঘটনাটি বিভিন্ন মিডিয়া ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।