Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় আনসার সদস্য বুলুর সন্ত্রাসী কর্মকান্ডে জিম্মি এলাকাবাসী

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ব্যাটালিয়ন আনসার বাহিনীর ঢাকাস্থ খিলগাঁও হেড অফিসের করণিক শফিকুল ইসলাম বুলু’র (৪৮) বেপরোয়া সন্ত্রাসী কর্মকান্ডে অসহায় হয়ে পড়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বুলু এ ওয়ার্ডের বাসিন্দা জুবেদ আলীর ছেলে। ঢাকায় সে চাকরি করলে সপ্তাহে দুই-তিন দিন এলাকায় অবস্থান করে সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে আধিপত্য বিস্তার করে গড়ে তুলেছে একটি সন্ত্রাসী গ্রুপ। ফলে তার সন্ত্রাসী কর্মকা-ে জিম্মি এলাকার বাসিন্দারা।  
গত ১৯ জানুয়ারি স্থানীয় শামসুল বারী আনসার সদস্য বুলুর সন্ত্রাসী কর্মকা-ের শিকার হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২ নং আমলি আদালতে শফিকুল ইসলাম বুলু ও তার গ্রুপের সদস্যদের আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ৩৯/১৭।     
সূত্রমতে, সম্প্রতি স্থানীয় হাসপাতাল রোডস্থ রাশেদ টেলিকম নামের একটি প্রতিষ্ঠানে বুলু গ্রুপের সদস্যরা দুই লাখ টাকা চাঁদা দাবি করায় ভুক্তভোগী শামসুল বারী এ মামলাটি দায়ের করেন। বর্তমানে বুলু ও তার সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে দিনাতিপাত করছে বাদী পরিবারের সদস্যরা। এমন দাবি ভুক্তভোগী শামসুল বারীর।
স্থানীয়রা জানায়, ব্যাটালিয়ন আনসার সদস্য শফিকুল ইসলাম বুলুর সংঘবদ্ধ গ্রুপের লোকজন এলাকার নিরীহ মানুষের উপর জমিদখল, চাঁদাবাজি ও গ্রাম্য বিচার-শালিসে প্রভাব বিস্তার ও মামলা হামলার নামে হয়রানি করে জিম্মি করে রেখেছে। ফলে তার ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায় না।
অভিযোগ রয়েছে, শফিকুল ইসলাম বুলু বিভিন্ন লোককে চাকরি দেয়ার নামে একাধিক জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অর্থ-সম্পদের পাহাড় গড়েছেন। স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম জুয়েল মাষ্টার বলেন, বুলু চাকরির পাশাপাশি মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে হয়রানি করাই তার একমাত্র পেশা। এলাকায় সে যথেষ্ট প্রভাব বিস্তার করে রেখেছে।
এসব বিষয়ে শফিকুল ইসলাম বুলু বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে পূর্ব শত্রুতায় শামসুল বারী ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে আদালতে মামলা করেছে। এর আগেও তারা আমার বিরুদ্ধে আরো দুইটি মামলা করেছিল, সেগুলো খারিজ হয়ে গেছে। তিনি জানান, শত্রুতার জের ধরে তারা আমাকে সন্ত্রাসী সাজাতে চাইছে। আমি কোনো সন্ত্রাসী কর্মকা-ে জড়িত নই।  
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজীব জানান, তাদের বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ