Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে চাঁদাবাজিকালে ডিবি পুলিশকে গণধোলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে একটি মুড়ি তৈরির কারখানায় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। ২৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন মাওনা চৌরাস্তার আল আমিন ফুড ইন্ডাস্ট্রিজ লি: কারখানায় এ ঘটনা ঘটে। এসময় ডিবি পুলিশের ব্যবহৃত নাম্বারবিহীন মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মাইক্রোবাসের আগুন নেভায়। ডিবি পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে হাজার হাজার ব্যবসায়ী ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। প্রায় ১ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছিল। এতে মহাসড়কের দু’পাশে অন্তত ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আল আমিন মুড়ি কারখানার মালিক কালাম ও আল মদীনা কারখানার মালিক ইকবাল জানান, গত সোমবার গাজীপুর গোয়েন্দা পুলিশের এএসআই শরীফের নেতৃত্বে একদল ডিবি পুলিশ মাওনা চৌরাস্তা এলাকা আল মদীনা মুড়ির কারখানায় গিয়ে কারখানা মালিক ইকবালকে ভয়ভীতি দেখিয়ে আটক করে তার কাছ থেকে মোটা অংকের চাঁদা নিয়ে চলে যায়। বুধবার বিকেলে ডিবি পুলিশের এসআই খায়রুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের কথিত সোর্স রাসেল সহকারে আল আমিন ফুড ইন্ডাস্ট্রিজ লি: কারখানায় গিয়ে কারখানার মালিক কালামকে আটক করে ৫ লাখ টাকা দাবি করে। এ নিয়ে কারখানার মালিক ও ডিবি’র সোর্সের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে আশপাশের লোকজনের মাঝে ঘটনা জানাজানি হয়ে গেলে উত্তেজিত জনতা পুলিশের সোর্সকে আটক করে বেঁধে গণধোলাই দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ