Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে নেত্রকোনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : আজ বৃহস্পতিবার থেকে নেত্রকোনা শুরু হচ্ছে তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা।  
তাবলীগ জামাতের মুরুব্বী মোঃ রফিকুল ইসলাম খান জানান, তিন দিনব্যাপী জেলা ইজতেমা উপলক্ষে নেত্রকোনা পৌর এলাকার মার্কাজ সংলগ্ন গজীনপুর এলাকায় প্রায় ৪০ একর জায়গাজুড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে বিশালাকার প্যান্ডেল। পুরা প্যান্ডেল এলাকাকে ১১টি খিত্তায় ভাগ করা হয়েছে। ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য সুপেয় পানীয় ব্যবস্থাসহ প্রস্রাব-পায়খানার জন্য পর্যাপ্ত সংখ্যক  প্রস্রাবখানা ও পায়খানার ব্যবস্থা করা হয়েছে। বিদেশী মেহমানদের জন্য উন্নতমানের বিশেষ প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার বাদ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে তাবলীগ জামাতের জেলা ইজতেমা শুরু হবে। ইজতেমায় দেশবরেণ্য আলেম ওলামাগণ ইমান, আকিদা, আকলাখ ও আল্লাহর নৈকট্য লাভের করণীয় সম্পর্কে বয়ান করবেন। শনিবার সকাল ১১টার আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ