Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধে গ্রেফতারকৃত নেত্রকোনার এনায়েতউল্লাহ ঢাকা মেডিকেলে মারা গেছেন

মানবতাবিরোধী

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত অভিযুক্ত আসামি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার জামায়াতে ইসলামি কর্মী এনায়েতউল্লাহ মঞ্জু (৬৫) গতকাল বুধবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, ধর্ষণ এবং বাড়ি-ঘরে অগ্নি সংযোগের অভিযোগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালতের মামলায় পুলিশ গত বছরের ১ অক্টোবর সন্ধ্যার পর তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এনায়েতউল্লাহ মঞ্জু বড় ভাই মানবতাবিরোধী মামলার অপর আসামি হেদায়েতউল্লাহ আঞ্জু বিএসসি এখনও পলাতক রয়েছেন। এনায়েত উল্লাহ মঞ্জুর ছেলে রাসেল আহম্মদ ঢাকা মেডিক্যাল কলেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ