Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কফি উইথ ডি’ দর্শক টানতে পারেনি

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গত শুক্রবারের একমাত্র ফিল্ম ছিল ‘কফি উইথ ডি’। কাহিনীর যে প্লট তাতে বেশ সম্ভাবনা ছিল কমেডি ফিল্মটির। তবে, সেই প্রত্যাশা পূরণ হয়নি নির্মাতার দুর্বল কাহিনী আর চিত্রনাট্যের কারণে। চলচ্চিত্রটিতে দাউদ ইব্রাহিমকে ‘ডি’ নামে দেখানো হয়েছে এমন এক অজুহাতে হুমকি আসার পর চলচ্চিত্রটির মুক্তিও নাকি দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। কিন্তু সংবাদে এমন উদ্ধৃতিও ফিল্মটির জন্য কোনও কাজে আসেনি।
বিশাল মিশ্রার পরিচালনায় ‘কফি উইথ ডি’তে অভিনয় করেছেন সুনীল গ্রোভার, জাকির হুসেন, অঞ্জনা সুখানি, রাজেশ শর্মা এবং পঙ্কজ ত্রিপাঠী; এটি নায়ক হিসেবে টিভি অভিনেতা সুনীলের প্রথম হিন্দি চলচ্চিত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত ফিল্মটির আয় এক কোটি রুপি ছাড়াতে পেরেছে।
‘দাঙ্গাল’ চলচ্চিত্রটি পঞ্চম সোমবার পর্যন্ত ৩৮২ কোটি রুপি আয় করেছে। চলচ্চিত্রটির আয় উল্লেখযোগ্য হারে কমে এসেছে। আয় ৪০০ কোটি রুপি ছাড়াবে বলে আর মনে হয় না। ‘ওকে জানু’র আয় শেষ সপ্তাহান্ত পর্যন্ত ২২.১৫ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ