Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে সাবিনা ইয়াসমিন ও আইয়ুব বাচ্চুর কনসার্ট

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সুবিধাবঞ্চিতদের শিশুদের জন্য তহবিল সংগ্রহের কনসার্টে অংশ নিতে যাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও এলআরবি ব্যান্ডের সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন শুরু হবে। কনসার্টে সাবিনা ইয়াসমিন ও আইয়ুব বাচ্চু ছাড়াও অংশ নেবেন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী ববিতা, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, হায়দার হোসেন, বেনুকা ইনস্টিটিউট অব আর্টস, ইউনিভার্সিটি অব ভ্যান্ডারবিল্টের বক্তা লরা চৌধুরী ও দশ সদস্যের বাদ্যযন্ত্র শিল্পী। ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) এ আয়োজনে সহযোগিতা করছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড (আইপিডিসি)। দুস্থ শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিসিআই। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ সংগঠনটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ