বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো ঃ অবশেষে থানা হাজত থেকে মুক্তি পেয়ে হাফ ছেড়ে বাঁচলো সেই কিশোর মো. রহিম। সাত ঘণ্টা থানা হাজতে কান্নাকাটির পর মঙ্গলবার রাত ৯টায় তাকে ছেড়ে দেয় পুলিশ। তাকে ফিরে পেয়ে আনন্দে কাঁদেন তার এতিম দুই ভাই ও বোন।
মঙ্গলবার দুপুরে কাজির দেউড়ি এলাকা থেকে ওই কিশোরকে আটক করে ল্যাপটপ চুরির মামলার সন্দেহভাজন আসামী হিসেবে পুলিশে তুলে দেয় মামলার বাদী আ স ম আকতার হোসেন ওরফে রানা। এর আগে তাকে ধরে মারধর করে বাদী ও তার সহযোগীরা। থানায় খবর দেয়ার সাথে সাথে পুলিশ এসে মোটরসাইকেলের পেছনে বসিয়ে তাকে থানায় নিয়ে যায়। তাকে থানায় নেয়ার পথে পুলিশের মোটরসাইকেলের সামনে গিয়ে পুলিশ কর্মকর্তার হাতে পায়ে ধরে আকুতি জানান রহিম ও দুই ভাই। তারা চুরি করে না, মাছের বাজারে কাজ করে খায় এটা বলার পরও পুলিশ তাকে ছেড়ে দেয়নি।
বাদীর কথিত সন্দেহের ভিত্তিতে পুলিশ তাকে থানায় নিয়ে হাজতে বন্দি করে। দুপুর থেকে থানার গেইটে বসে কান্নাকাটি করে রহিমের দুই ভাই ও ছোট বোন। রাত সাড়ে আটটার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এ সময় মামলার বাদীকেও ডেকে আনে পুলিশ। তবে বাদী তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, রাগের মাথায় তাকে চোর সাজিয়ে পুলিশে সোপর্দ করেছিলাম। পরে তাকে ছেড়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।