Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, চাঁদপুরের হাজীগঞ্জে তেল বহনকারী ট্রাক লরি চাপায় নাহিদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দেড় ঘণ্টা সড়ক অবরোধসহ ঘাতক ট্রাকটিকে ভাঙচুর করেছে। গতকাল বুধবার সকাল ১১টা দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া গ্রামে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরেই লরি চালক পালিয়ে যায়। নিহত শিশু নাহিদ  ওই গ্রামের বিল্লাল হোসেন খোকনের ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয় চা-দোকানী ফারুক হোসেন জানান, তেলের ট্রাকটি হাজীগঞ্জ থেকে রামগঞ্জের দিকে দ্রুত বেগে ঘটনাস্থল অতিক্রম করা অবস্থায় সড়কের পাশে দাঁড়ানো শিশুটিকে ধাক্কা মারে। ধাক্কা থেয়ে শিশুটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে ঘাতক ট্রাকটি গতি বাড়িয়ে দিলে পিছনের চাকায় শিশুটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মাথা সড়কে লেপটে গিয়ে মুহূর্তেই মৃত্যু বরণ করে। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, চালক পালিয়ে গেছে তবে ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। শিশু নিহতের ঘটনা শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের কথা চলছে আর তারা মামলা না করলে পুলিশ বাদী হয়ে রাতেই মামলা দায়ের করবে।  
ধনবাড়ী (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রলি ও অটো টেম্পোর সংঘর্ষে  ট্রলি চালক নিহত হয়েছে। ধনবাড়ী থানার এসআই হানিফ ঘটনাস্থল থেকে জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ইট বোঝাই একটি ট্রলির সাথে অটোটেম্পোর সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রলির চালক  আলমাছ আলী (৩০) মারা যান। নিহত আলমাছ আলী ধনবাড়ী পৌরসভার হবিপুর গ্রামের মৃত আবুল হোসেনর ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত ট্রলি ও অটোটেম্পোকে পুলিশ আটক করেছে। খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কের বৈঠাখালীতে ঢাকাগামী এসআর প্লাস নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে কোচ চালক হানিফ (৫০) নিহত ও অজ্ঞাত ১ যাত্রী আহত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আবুল বাসার জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচ এসআর প্লাস রংপুর-ঢাকা মহাসড়কের বৈঠাখালী নামকস্থানে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ইউক্লিপটাস গাছের সাথে ধাক্কা খায়। এতে কোচের সামনের অংশ দুমড়ে-মুচরে গেলে চালকসহ ১ যাত্রী আহত হয়। তাদেরকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কোচ চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নৈশকোচ চালক ঢাকার মিরপুর-পল্লবী এলাকার মৃত পীর মোহাম্মাদের পুত্র বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ