Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে গতকাল বুধবার দুপুরে তার স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপজেলা প্রশাসনের সহায়তায় বন্ধ করে দিয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ছেলের মামা ও মেয়ের পিতাকে বাল্যবিয়ে আয়োজন করায় এক হাজার টাকা করে জরিমানা ও বিবাহ না দেয়ার শর্তে মুচলেকা নেন। জানা গেছে, কামারখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের উজির শেখের কন্যা তানিয়া (১২) একই গ্রামের সাহেব আলী শেখের পুত্র শাওনের গতকাল বুধবার বিবাহের দিন ঠিক ছিল। কিন্ত তার স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ী ঘেরাও করে বিবাহ বন্ধের দাবিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করে ছেলে-মেয়ের অভিভাবককে এক হাজার টাকা করে জরিমানা ও বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা নেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ছাত্রীকে তার স্কুলে নিয়ে প্রধান শিক্ষকের কাছে পৌঁছে দেন। এ সময় প্রধান শিক্ষক ছাত্রী তানিয়ার ১০ শ্রেণী পযর্ন্ত বিনা খরচের পড়ালেখার দায়িত্ব নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ