Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : নাটোরের সিংড়ায় অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া ঠাকুর পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া ঠাকুর পাড়া গ্রামের মৃত অজিত সরকারের ছেলে নটো সরকার, সোনাতন সরকার, টুটুল সরকারের ঘরে আকস্মিকভাবে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে প্রতিবেশী উজ্জ্বল চিৎকার শুরু করলে স্থানীয়রা আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। আগুনে নগদ ৫০ হাজার টাকা, ৪টি ঘরে থাকা আসবাবপত্র, ২টি টেলিভিশন ও ৩০ মণ চাল পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে একটি গরু মারা যায়। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারে ৮ বান ঢেউটিন, প্রত্যেক পরিবারে ৬ হাজার টাকা, ৬ পিচ কাপড় ও ৬টি কম্বল প্রদান করা হয়েছে।  
প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল বুধবার সকালে উপজেলার ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা ফটিক, স্থানীয় মুক্তিযোদ্ধা মারফত আলী, আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য সোহরাব আলী, সমাজ সেবক আলতাব আলী, বারিক হোসেন, শিক্ষক আবু বক্কর ছিদ্দিকসহ শিক্ষার্থীদের অভিভাবকরা। বক্তারা জানান, ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শাহীন নামে একজনকে চাকরি দেবার কথা বলে তার কাছ থেকে ৭ লাখ টাকাসহ বিদ্যালয়ের তহবিল থেকে লাখ লাখ নিয়ে আত্মসাৎ করে। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে অসদাচরণ করেন। এছাড়া প্রায় দিনই তিনি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। এ কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। অনতিবিলম্বে তাকে বিদ্যালয় থেকে অপসারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেন এবং তাকে অপসারসণ না করা হলে বৃহত্তর আন্দোলনের  ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ