রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী জেলা সংবাদদাতা : ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ফাযিল (পাস) ১ম বর্ষ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ফেনী আলীয়া মাদরাসায় এলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ)। গত মঙ্গলবার সকালে তিনি ফেনী আলীয়া মাদরাসায় এসে পৌঁছলে এ সময় মাদরাসার অধ্যক্ষ মাও. মো. মাহমুদুল হাসান, উপাধ্যক্ষ মাও. একেএম আতিকুল্লাহ, আফতাববিবি ফযিল মাদরাসার অধ্যক্ষ মাও. ইয়াকুব ফারুকী, গোবিন্দপুর মাদরাসার অধ্যক্ষ মাও. ছিদ্দিকুল্লাহসহ জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। ফেনী আলীয়া মাদরাসায় চলমান ফাযিল ১ম বর্ষ (পাস) পরীক্ষা কেন্দ্র দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া আলীয়া মাদরাসায় অনার্স কোর্স চালুর ১ম বছরে কোটা পূরণ করায় তিনি অত্যন্ত খুশি হন। এ মাদরাসায় যাবতীয় কর্মকা-ে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।