রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : সিলেট-আখাউড়া রেল সেকশনের লংলা রেল স্টেশনটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার লংলা রেল স্টেশনে ডেমু ট্রেন আটকিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সিলেট থেকে আখাউড়াগামী ডেমু ট্রেনটি এক ঘণ্টারও বেশী সময় আটকে রাখে স্থানীয় জনতা। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী এই লংলা স্টেশনটি দীর্ঘদিন বন্ধ রয়েছে। অথচ এখানে প্রচুর পরিমাণে রাজস্ব আয় হত। প্রতিদিন ৪টি ইউনিয়নের কয়েক সহস্রাধিক যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই স্টেশনটি। কিন্তু কর্তৃপক্ষ লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধ করে দেয়। কয়েক মাস আগে আন্দোলনের মুখে স্টেশনটি একজন মাস্টার দিয়ে খুলে দিলেও কয়েকদিন পর আবারও এটি বন্ধ করে দেয়। আগামী দশ দিনের মধ্যে স্টেশনটি চালু করা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা। মানববন্ধনে উপস্থিত রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল বলেন, শীঘ্রই কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের রেল স্টেশনটি চালু করা না হলে জনগণকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।