বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ইউপি সদস্য মনিরুল ইসলাম (৩০) হত্যার মূল হোতা মনির ইসলাম ওরফে ধলা মনিরকে গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে সাভারের জিরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১-এর লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, সাভারের জিরানী বাজার এলাকা থেকে ধলা মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরুল হত্যায় তিনজন অংশ নেন। তার মধ্যে ধলা মনির মূল হোতা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার চক বয়রা এলাকায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলামকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। তিনি বয়রা মাছুম গ্রামের আজিজুল হকের ছেলে। এ সময় মনিরুলের সঙ্গে থাকা তার ভাগ্নে রাসেলকেও (২৫) গুলি করে দুর্বৃত্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।