বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ৭৩ এর বিশেষ বিসিএস ব্যাচের মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সনদ কেন যাচাই-বাছাই প্রক্রিয়ার আওতা বহির্ভূত রাখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জামুকার মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মুক্তিযোদ্ধা অফিসার্স সমিতির পক্ষে কাজী বজলুর রহমানসহ ১৭ জনের করা এক রিট আবেদনে এ আদেশ দেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ইউসুফ হোসেন হুমায়ুন।
সারাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলছে। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ১২ জানুয়ারি এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সকল জেলা ও মহানগের কমিটি করে। এর আগে গতবছর ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই সংক্রান্ত নির্দেশিকা জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এতে ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পরে গত ৫ জানুয়ারি আরেকটি গণবিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমে যাচাই-বাছাইয়ের তারিখ পরিবর্তন করা হয়। এ অবস্থায় ১৯৭৩ সালের বিশেষ বিসিএস ব্যাচের মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের পক্ষ থেকে রিট আবেদন করা হয়। এ ব্যাচে ১৩১৪ জন মুক্তিযোদ্ধা ’৭৩ এর বিশেষ বিসিএস ব্যাচে উত্তীর্ণ হন। বর্তমানে এরা সকলেই অবসরে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।