Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চেই শেষ হচ্ছে ঢাকায় স্মার্টকার্ড বিতরণ : সচিব

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণে ঢাকায় যে কার্যক্রম চলছে তা আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করা হবে। এরপর দেশের অন্যান্য স্থানে বিতরণ কার্যক্রম হাতে নেয়া হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। গতকাল মঙ্গলবার বিকালে ইসি নতুন  অফিসে সচিব মোহাম্মদ আব্দুল্লাহ তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
সচিব বলেন, বর্তমানে এনআইডি অনুবিভাগ ইসলামিক ফাউন্ডেশনে ভবনে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু ইসির নিজস্ব ভবনে কার্যক্রম শুরু হওয়ায় শিগগিরই ওখান থেকে স্থানান্তর করা হবে। এক্ষেত্রে ইসির নির্বাচন কমিশন ভবনের নিচ তলায় কার্ড ছাপানোর কাজ হবে। আর বিতরণ করা, সংশোধনের আবেদন ইত্যাদি কার্যক্রম চলবে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। তাই আগের চেয়ে  ভোগান্তি মানুষের কমে আসবে। কেননা, এতে এনআইডি শাখার কার্যক্রম পর্যবেক্ষণে সুবিধা হবে।  তিনি বলেন, স্মার্টকার্ড বিতরণ এখন ঢাকাতে করা হলেও অচিরেই ঢাকার বাইরেও শুরু হরা হবে। বর্তমানে সিংহভাগ এলাকায় কার্ড বিতরণ শেষ হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যেই ঢাকায় বিতরণ কার্যক্রম শেষ হবে। এরপর দেশের অন্যান্য জেলায়  উন্নতমানের এ কার্ড বিতরণ করা হবে। টাঙ্গাইল উপ-নির্বাচনের প্রসঙ্গে সচিব বলেন, আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ (কালীহাতি) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বর্তমান কমিশন গাইবান্ধা-১ আসনের নির্বাচনের তফসিলও ঘোষণা করে যাবে। তবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না। কেননা, একটা নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রস্তুতির জন্য ৫ সপ্তাহ সময়ের প্রয়োজন হয়। এক্ষেত্রে বর্তমান কমিশনের মেয়াদ আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই কাজী রকিবউদ্দীন আহমদের বর্তমান কমিশনের হাতে এতো সময় নেই। তাই নতুন যে কমিশন আসবে, সে কমিশনই কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ