Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে কিশোরী গণধর্ষণের শিকার

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে হাসনাবাদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ খলিল মিয়া, শাওন মিয়া ও ইমন  নামে তিনজনকে আটক করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও ইকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, মেয়েটির বাসা রাজধানীর কদমতলী থানাধীন ম্যাচ ফ্যাক্টরী এলাকায়। কিশোরী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাগ করে সোমবার সন্ধ্যায় ওই কিশোরী বাসা থেকে বের হয়ে হাটতে হাটতে কেরানীগঞ্জের হাসনাবাদে চলে আসে। ওই সময় আসামি খলিল, শাওন ফুসলিয়ে তাকে হাসনাবাদ হাউজিং এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ঘরে অপর আসামি ইমনসহ তিনজন পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং আসামিদের আটক করা হয়। ৭ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৫ জানুয়ারি, ২০১৭, ৭:২৫ এএম says : 0
    মহিলাদের উপর যারা এধরনের সন্ত্রাসী কর্মকান্ড করছে তাদেরকে ওয়ান স্টপ সাজার আইন না করা পর্যন্ত আমার মনে হয় এই ধর্ষন বন্ধ হবে না। জননেত্রী শেখ হসিনা যদি তার ক্ষমতা কালে এই আইন পাশ করে যেতে পারেন তাহলে আমি মনে করি আল্লাহ্‌ তালা ওনার প্রতি রহমত আনতে পারেন। একমাত্র আল্লাহ্‌ই জানের কোন ভাল কাজের জন্য কে কিভাবে উৎরিয়ে যাবে বা তিনি উৎরিয়ে দিবেন। আমি চাই পুলিশ এদেরকে রিমান্ডে এনে থার্ড ডিগ্রী প্রয়োগ করবে যাতে করে এরা জীবিত থাকা অবস্থায় কোন দিন এধরনের মানে ধর্ষন করার কথাও ভাবতে নাপারে। আল্লাহ্‌ বাংলাদেশকে ধর্ষনকারীদের হাত থেকে বাচান। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ