Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াটস অ্যাপ থেকে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কমিউনিকেশন সল্যুশন ও সাভির্স ‘বিটি’র তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের বন্ধু তালিকায় থাকা কেউ একটি লিঙ্ক পাঠিয়ে অন্য একটি পেইজে যাওয়ার আমন্ত্রণ জানান। এরপর সেখানে তার কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হয়। অসতর্ক ব্যবহারকারীরা সেই ফাঁদে পা দিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বিপদে পড়ছেন বলে ওই তথ্যে জানানো হয়েছে। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অনেক বেড়েছে। সম্প্রতি ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের অঙ্গ প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী এই বিশাল ব্যবহারকারীদের টার্গেট করছেন তথ্য পাচারকারীরা। টাকার জন্য কতিপয় ব্যক্তি তথ্য পাচারের কাজে যুক্ত হয়ে পড়ছেন বলে মনে করেন অ্যান্টি ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারেস্কি’র প্রধান নিরাপত্তা গবেষক ডেভিড অ্যাম। তিনি বলছেন, ভাষার একটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে থেকে তথ্যগুলো পাচার হচ্ছে। অ্যাম বলেন, আমরা লক্ষ করেছি হোয়াটসঅ্যাপে তথ্য পাচারকারীরা চক্রাকারে সক্রিয়। তারা ব্যবহারকারীদের মূল্যছাড়ের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। ভারত ও ইউরোপে প্রচুর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন। তথ্য পাচারকারীরা এই দুটি মহাদেশকে টার্গেট করে এগুচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকরা। - আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াটস অ্যাপ থেকে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ