রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : পটিয়ার ধলঘাট ক্যাম্প থেকে সালেহ আহমদ চৌধুরী সড়কের উত্তর সমুরা পর্যন্ত সড়কটির কার্পেটিং বিগত বর্ষা মৌসুমে উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি এখন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে শুধু যানবাহন কেন পায়ে হাঁটাও ঝুঁকি। প্রতিদিন এখানে সৃষ্ট গর্তে পড়ে গাড়ি যেমন বিকল হচ্ছে, তেমনি সাধারণ মানুষও চলাচল করতে গিয়ে আহত হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। জানা যায়, পটিয়ার ধলঘাট ক্যাম্প থেকে সালেহ আহমদ চৌধুরী সড়কটি অতি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু বিগত বর্ষা মৌসুমে কয়েক ফুট পর পর অসংখ্য গর্ত ও খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে এ সড়কটির উপরের কার্পেটিং উঠে গিয়ে এটি একটি বিধ্বস্ত সড়কে রূপ নিয়েছে। এতে চলাচলরত যানবাহনগুলোর টায়ার ফুটো হয়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন। ধলঘাট আর্বান সমবায় সমিতি লি:-এর সাবেক পরিচালক মহিউদ্দিন মল্ল (মিন্টু) বলেন, ধলঘাট ক্যাম্প থেকে সালেহ আহমদ চৌধুরী সড়কটির কার্পেটিং এখন প্রায় সম্পূর্ণরূপে উঠে গেছে। এ সড়কে প্রতিনিদনই উঠে যাওয়া পাথরের কনায় টায়ার ফুটে অনেক যানবাহন বিকল হচ্ছে। আবার পায়ে হাঁটতে গিয়েও অনেক মানুষ আহত হচ্ছেন। আমরা অবিলম্বে সড়কটির সংস্কারের জন্য মাননীয় সাংসদ আলহাজ¦ সামশুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানাচ্ছি। ধলঘাটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আবুল বশর চৌধুরী বলেন, আমার এলাকার এ সড়কটির করুণ দশায় এলাকার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানে যানবাহনে চলাচল যেমন ঝুঁকি তেমনি সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। ধলঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রাজন হোসেন বলেন, এ সড়কের বর্তমান করুণ অবস্থার কারণে আমার কলেজের ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকসহ সাধারণ মানুষ দুর্ভোগের মুখে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে এখন আমার এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে না। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আমি এটি সংস্কারের দাবি জানাচ্ছি। মুকুটনাইটের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ধলঘাট ক্যাম্পের পশ্চিমাংশের কাজ গত বছর শুরু হলেও পুরোপুরি সম্পন্ন হয়নি। বর্তমানে পুরো সড়কটি যেন মৃত্যুকূপ। আমি এটি সংস্কারের দাবি জানাচ্ছি। ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন বলেন, আমার এলাকার অতিব গুরুত্বপূর্ণ এ সড়কটির হুলাইন থেকে ধলঘাট ক্যাম্প এবং উত্তর সমুরা পর্যন্ত করুণ হাল। আমি এটি সংস্কারের জন্য পটিয়ার মাননীয় সাংসদ আলহাজ¦ সামশুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি। পটিয়ার সাংসদ আলহাজ¦ সামশুল হক চৌধুরী বলেন, এ সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমি আশাবাদী শীঘ্রই এটির কাজ শুরু হলে জন দুর্ভোগ কমে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।