রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন কাজে বাঁধা দেয়ায় ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ ও ৪ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বালু উত্তোলনকারী আব্দুস সবুর। জানা গেছে, উত্তর কলাউজানের শাহ রশিদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় টংকাবতী খালে ড্রেজার মেশিনে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছে আব্দুস সবুর। এতে এলাকার স্কুল, মাদ্রাসাগামী শিক্ষার্থী ও পাশাপাশি জনসাধারণের চলাচলের রাস্তার ব্যাপক ক্ষতি এবং বর্র্ষায় পাহাড়ী পানির ঢলে নদীর পাড়সহ বাড়ীঘর ভাঙন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সচেতন নাগরিকের পক্ষে শতাধিক প্রতিনিধি স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সাতকানিয়া লোহাগাড়ার (চট্টগ্রাম-১৫) আসনের সংসদ সদস্যের কাছে একটি লিখিত অভিযোগ পত্র লিখেন। উক্ত অভিযোগপত্রে ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ ও কয়েকজন ইউপি সদস্য লিখিত সুপারিশ করেন। অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লোহাগাড়া উপজেলা ইউএনও বরাবর লিখিত নির্দেশ দেন। ইউএনও’র নির্দেশ পেয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনারের বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ায় আবুদস সবুর ক্ষেপে যান। আব্দুস সবুর কলাউজান ইউপি চেয়ারম্যানসহ অভিযোগপত্রে সুপারিশ করা ওই ৪ ইউপি সদস্যকে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে। বালু উত্তোলনকারী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।