রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় আনন্দ শিপইয়ার্ড নামে একটি কারখানায় ও কাঁচপুর এলাকায় সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে। পরে কারখানার মালিকরা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। শ্রমিকরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী এলাকায় আনন্দ শিপইয়ার্ড নামে একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে। এদিকে কাঁচপুর এলাকায় সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা ১০% বোনাসের দাবিতে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করে। আনন্দ শিপইয়ার্ডের শ্রমিক ওহিদ মিয়া ও আমিনুল ইসলাম জানান, আমরা তিন মাস যাবত বকেয়া বেতন না পাওয়ায় দোকান বাকি ও বাসা ভাড়া দিতে পারছি না। মালিক পক্ষ বার বার বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও তারা বেতন না দিয়ে টালবাহানা শুরু করে। তাই আমরা বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছি। শ্রমিক শামিম হোসেন ও মানিক মিয়া বলেন, আমরা বকেয়া বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি। মালিক পক্ষ কয়েকবার বেতন দেওয়ার কথা বললেও বার বার তারা তাদের কথা রাখেনি। তাই আমরা বকেয়া বেতনের দাবীতেই বাধ্য হয়ে পথে নেমেছি। সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিক রাশেদুল ইসলাম ও খাদিজা আক্তার বলেন, আমরা দীর্ঘদিন যাবত ১০% বোনাসের দাবি করে আসলেও মালিক পক্ষ দেই দিচ্ছি করে টালবাহানা শুরু করে। আমাদের বোনাসের দাবীতে আমরা আন্দোলনে নেমেছি। আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক (প্রশাসন) রিয়াজুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। তাদের দাবি মেনে নিলে তারা তাদের কর্মসূচি তুলে নেয়। সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপে প্রশাসনিক কর্মকর্তা কর্নেল (অবঃ) দেলোয়ার হোসেন জানান, সরকারি নিয়ম অনুযায়ী আমরা শ্রমিকদের ৫% বোনাস পরিশোধ করে আসছি। কিন্তু তারা অযৌক্তিক ভাবে ১০% বোনাস দাবি করলেও আমরা এ প্রস্তাবে রাজি না হওয়ায় তারা সকালে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কারখানা ছুটি ঘোষণা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, কাঁচপুর ও মেঘনা এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় তারা রাস্তায় আসতে পারেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।