Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের কারাদন্ড

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুর উপজেলায় মাদক সেবনের দায়ে একজনকে এক মাসের ও জুয়া খেলার দায়ে ৫ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন। দ-াদেশপ্রাপ্তদের মধ্যে মাদক সেবনের দায়ে শহরের ইসলামবাগ এলাকার মুর্তজা ইসলামের ছেলে সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। এ ছাড়া জুয়া খেলায় শহরের উপকণ্ঠের ঢেলাপীর এলাকার আবু সায়েম, বোতলাগাড়ির ফজলুল হক, হাতিখানার আবু বক্করের ছেলে রাজু, হাওয়ালদারপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে বাদল ও একই এলাকার কফুর উদ্দিনের ছেলে খলিলুর রহমানকে ১০ দিন করে বিনাশ্রম কারাদ-াদেশ দেওয়া হয়। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ