রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ফুলপুরে বিভিন্ন মামলায় পলাতক ১২ আসামি গতকাল মঙ্গলবার সকালে স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে। তারা হলে- উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর বাহাদুরপুর গ্রামের সাইফুদ্দিন, দিলদার, গাজী মামুদ, আঃ লতিফ, শাইদ, হক্কা, তাফাজ্জল, সাইফুদ্দিন, কাইল্যা, দেলোয়ার, জয়নাল ও ওয়াহাব আলী। তারা ২০১১ সাল থেকে ২টি মামলায় পলাতক ছিল। পুলিশ জানায়, রামভদ্রপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল এলাকায় বিভিন্ন মামলার আড়াই শতাধিক পলাতক আসামি রয়েছে। অধিক ফোর্স ছাড়া এসব এলাকায় আসামি ধরতে গেলে আক্রমণের ভয় থাকে। পলাতক থাকায় বাড়িতেও পাওয়া যায় না। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা ও এসআই এবি সিদ্দিক লোকজন মারফত তাদের আত্মসমর্পণে উদ্বুদ্ধ করেন। এতে দীর্ঘদিন পলাতক থাকায় নিজেদের অপরাধের কথা বুঝতে পেরে ১২ জন আসামি থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।