রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে বোরহান উদ্দীন (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বোরহান উপজেলার কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া ফোঁটামারী গ্রামের জিয়ারুল হকের ছেলে। সে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নবনির্মিত ইউনিটে শ্রমিক হিসেবে কর্মরত ছিলো। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেল লাইনে দাঁড়িয়ে কথা বলছিল বোরহান। এ সময় পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেন আসছিল। ঘন কুয়াশায় খেয়াল করতে না পেরে ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। প্রত্যক্ষদর্শী নাসির উদ্দীন জানান, সে প্রকৃতির ডাকে সাড়া দিতে কর্মস্থল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে রেল লাইনের ধারে যায়। এ সময় তার প্রতিবেশি বন্ধু বোরহান উদ্দীন কথা বলার জন্য তার মোবাইল ফোনটি চেয়ে নেয়। সে রেল লাইনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এ সময় পার্বতীপুর থেকে খুলনাগামী ট্রেনটি তাকে ধাক্কা দিলে সে নিহত হয়। পার্বতীপুর রেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, রেল লাইনে কথা বলার কারণে ওই যুবক কাটা পড়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে থানায় ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।