Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে কর্মশালা

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের মতলব আইসিডিডিআরবিতে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গতকাল মঙ্গলবার হাসপাতাল মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মতলব আইসিডিডিআরবি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত রোগীদের সেবার বিষয়টি তুলে ধরা হয়। কর্মশালায় জানানো হয়, ১৯৬৬ সালে হাসপাতালের জন্মলগ্ন থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ হাজার। বর্তমানে সেই সংখ্যা ৩০ হাজারেরও বেশি ছাড়িয়েছে। বর্তমানে যেই চিত্র দেখা যাচ্ছে তা চাঁদপুর জেলার নয়, এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের একটি চিত্র। কর্মশালায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের পাশাপাশি মাতৃস্বাস্থ্যসহ বিভিন্ন সেবার বিষয় তুলে ধরা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন মতলব আইসিডিডিআরবি’র ডা. জামাল উদ্দিন আহমেদ, ডা. তারিফুল ইসলাম খান, ডা. ইউনুস, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক রুহুল আমিন রুশদ, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক শিশির মোড়ল, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ