বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : জেলার কলমাকান্দার দক্ষিণ আতকাপাড়া গ্রামে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আলমগীর মিয়া (২৮) মারা গেছেন।
আজ মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলমগীর। সে আতকাপাড়া গ্রামের মৃত আবু শামার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে পুতিগাঁও গ্রামের নায়েব আলীর সঙ্গে আলমগীরের ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আলমগীর, আনু মিয়া ও আল আমীনসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। গুরুতর আহত আলমগীরকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে আজ ভোরে সে মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান সংঘর্ষে আহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।