Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভোলায় ৫ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১:০০ পিএম

ভোলা জেলা সংবাদদাতা : ভোলা শহরের ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

সোমবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে বাস স্ট্যান্ড এলাকার একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ফার্মেসি, সেলুন, পার্টস’র দোকানসহ পাঁচটি দোকান পুড়ে যায়। এছাড়া এসময় পুড়ে যায় ব্যাটারি চালিত চারটি অটোরিকশা। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির জানান, সরকারি হিসাবে আগুনে প্রায় আট-নয় লাখ টাকার ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ