Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলামন প্রশাসনিক অস্থিরতা নিরসনে বিএসএমএমইউ প্রশাসনের বৈঠক ঐক্যমতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চলামন প্রশাসনিক অস্থিরতা নিরসনে গতকাল সোমবার পুনরায় বৈঠক করেছেন প্রতিষ্ঠানের শীর্ষ পাঁচ কর্মকর্তা। বৈঠকে এই পাঁচ কর্মকর্তা আলোচনার মাধ্যমে এখন থেকে সকল সিদ্ধান্ত গ্রহণে ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ যে কোনো সমস্যা সমাধানে বাইরের কাউকে না জড়িয়ে নিজেরাই সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান।
বৈঠকে অংশগ্রহণকারী এই পাঁচ কর্মকর্তা হলেনÑ ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (প্রশিক্ষণ ও গবেষণা) প্রফেসর ডা. শহিদুল্লাহ শিকদার, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. জাকারিয়া স্বপন এবং ট্রেজারার প্রফেসর ডা. আলী আসগর মোড়ল।
বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কমকর্তারা একে অপরের বিরুদ্ধে অবস্থান ও কাঁদা ছোড়াছুড়ির অবসান ঘটাতে ভিসির কার্যালয়ে পাঁচ শীর্ষ কর্মকর্তা এই বৈঠকে বসেন। একই সঙ্গে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। যেমন- এখন থেকে এককভাবে কেউ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। প্রশাসনিক সকল সিদ্ধান্ত শীর্ষ পাঁচ কর্মকর্তা সম্মিলিত ভাবে গ্রহণ করবেন। এছাড়া নিয়মানুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভায় নিষ্পত্তি করা হবে। এই বৈঠকে মিডিয়ায় বক্তব্য প্রদানের জন্য প্রো-ভিসি প্রশাসনের ওপর দায়িত্ব দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ সমস্যা সমাধানে নিজেদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে বাইরের কাউকে মধ্যস্থতার জন্য আনা যাবে না বলে উল্লেখ করা হয়।
এসব বিষয়ে প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চলামান সঙ্কট নিরসনে আজ শীর্ষ পাঁচ কর্মকর্তা বৈঠকে মিলিত হই। বৈঠকে সৃষ্ট সঙ্কটের কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এসব উদ্যোগ সকলে শর্তহীনভাবে মেনে নেন। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ