বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার নির্মাণে স্থানীয়রা খুশি হলেও ঐ এলাকার বলাইখা ও গোলাকান্দাইল গ্রামের শতাধিক বাড়ি-ঘরে পানিবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি খালের কালভার্ট খুলে দিলে পানিবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী।
গ্রামবাসী জানান, কয়েক যুগ ধরে বলাইখা ও গোলাকান্দাইল এলাকার বাড়ি ও সড়কসংলগ্ন জমির পানি নিষ্কাশনে সড়কে দুটি কালভার্ট ছিল। সেই কালভার্ট দিয়ে ঐ এলাকার বাড়ি ও জমির পানির সরকারি খালে নিষ্কাশন হতো। এক যুগ পূর্বে সড়কটি প্রশস্ত করার সময় তা বন্ধ করে দেয়া হয়। ফলে নিষ্কাশন ব্যবস্থা সংকুচিত হয়ে পড়ে। নিমার্ণাধীন ফ্লাইওভারের কাজ সম্পন্ন হলে নিষ্কাশন ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্মাণাধীন ঠিকাদার ছাড়াও সওজ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এতথ্য জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।