পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড গতকাল নারায়ণগঞ্জ, রূপগঞ্জের তারাব ইউনিয়নে এজেন্ট ব্যাংকিংয়ের প্রথম বুথের আনুষ্ঠানিক উদে¦াধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদে¦াধন করেন। মিডল্যান্ড ব্যাংক তার ব্যাংকিং সেবা প্রদানের জন্য ঊষা ফাউন্ডেশনকে এজেন্ট হিসেবে নিযুক্ত করে।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভনুধ্যায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় ওয়ার্ড কমিশনার আমির হোসেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, মোহাম্মদ এইচ. কাফি, সিআইও, তাজুল ইসলাম, ইডি, ঊষা ফাউন্ডেশন, রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগ, আইটি বিভাগ এবং অন্যান্য বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া কামনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।