রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গোপালপুর গ্রামে রবী বিশ্বাস তার পরিবার নিয়ে দেড় বছর যাবত পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে তারা বাড়িতে আসতে পারছেনা বলে অভিযোগ করেন। তারা জানায়, ২০১৫ সালের ১০ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তার ও জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকার প্রভাবশালী একটি চক্র ওই পরিবারের উপর হামলা করে। সে সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। জীবন বাঁচাতে ৫ সদস্যের এ পরিবারের লোকেরা গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়। এ ব্যাপারে থানাসহ কোন স্থানে অভিযোগ করতে সাহস না পেয়ে প্রাণ ভয়ে তারা আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পার হলেও তারা আজও তাদের বাড়িতে ফিরে আসতে পারছেনা প্রভাশালী সন্ত্রাসীদের ভয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।