Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় অপহৃতের পরিবার

২২ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রী অপহরণের ২২ দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি ভাঙ্গা থানা পুলিশ। অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে ২১ দিন পর গত শনিবার বিকেলে মামলার এজাহারভুক্ত একজন আসামি উপজেলার বামনকান্দা গ্রামের দেলোয়ার মাতুব্বরকে ভাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃতের পরিবার ও মামলার এজাহার সূত্রে প্রকাশ, উপজেলার বামনকান্দা গ্রামের মোশারফ মাতুব্বরের মেয়ে তুজারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী(১৪) একই গ্রামের বখাটে যুবক রাকিব শেখ(২৬) বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিল। এ নিয়ে রহিমার পিতা বিষয়টি রাকিবের পিতা আইয়ুব শেখ সহ তার পরিবারকে জানালে তারা রাকিবকে কোন কিছু না বলে উল্টো রহিমা ও তার পরিবারকে গাল-মন্দ ও হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে রাকিব আরো ক্ষিপ্ত হয়ে গত ৩১ ডিসেম্বর রহিমা বাড়ির পাশের মালিগ্রাম বাজারে যাওয়ার পথে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের মালিগ্রাম কলাতলা স্থানে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে রাকিব ও তার কয়েক সহযোগী একটি মাইক্রোবাসে তুলে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই দিন রহিমার পরিবার ও এলাকাবাসী রহিমাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে পরের দিন ১ জানুয়ারি রাকিব শেখ, তার সহযোগী একই গ্রামের জাহাঙ্গীর খা, দেলোয়ার মাতুব্বর ও রাজা মিয়া সহ চার জনকে আসামি করে রহিমার পিতা মোশারফ মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে রহিমার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগে প্রকাশ। মামলার ২২ দিন পেরিয়ে যাওয়ার পরও অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে না পারায় পরিবারটি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং তার উপর আসামি পক্ষের অব্যাহত হুমকিতে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে দিন অতিবাহিত করছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গার এসআই সোহেল মোল্লা অপহরণের ঘটনা স্বীকার করে বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অপহৃত রহিমাকে উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে একজন আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও অপহৃত রহিমাকে অচিরেই উদ্ধার করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ