Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আহত ১০

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় টুইস্টিং মিলের শ্রমিক সোহেল রানা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে সংঘটিত সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে আরো অন্তত ১০ জন, ভাংচুর করা হয়েছে ৫টি বসতবাড়ি।
রবিবার রাতে ও সোমবার সকালে কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (২৫) ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামের আমিনুল ইসলাম সেখের ছেলে ও কান্দাপাড়া টুইস্টিং মিলের শ্রমিক। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, রবিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যানী পশ্চিমপাড়া গ্রামের সোহেল রানা ও আবু সাঈদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে সাঈদের লোকজন সোহেল রানার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আটটার দিকে সোহেল রানা মারা যায়।
এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সাঈদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৫টি বসতবাড়ি ভাংচুর করা হয়। এতে অন্তত ১০জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা এই তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ