Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাজিরায় প্রেমিক যুগলকে জুতোর মালা পরিয়ে …

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা : শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামের প্রেমিক যুগলকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে। আজ সোমবার সরেজমিনে গিয়ে জানা যায়, কুন্ডেচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামের আসমত আলী খাঁর পুত্র স্বপন খাঁ (১৮) সঙ্গে একই গ্রামের সোনা মিয়া ছৈয়ালের কন্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রী আইরিন আক্তার (১৩) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। গত ৯ ফেব্রুয়ারি স্বপন ও আইরিন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের কাউন্সিলর কামাল হোসেন ও সুলতান মল্লিক আটক করে অভিভাবকদেরকে খবর দেন।
অভিভাবকদের আসতে দেরি হওয়ায় কাউন্সিলর কামাল হোসেন ও সুলতান মল্লিক স্থানীয় কুন্ডের চর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে স্বপন খাঁ ও আইরিন আক্তারকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করে। পরে তাদের গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘুরানো হয়।
তখন ওই প্রেমিক যুগল অসুস্থ হয়ে পড়ে। গত ১৪ দিন ধরে ওই প্রেমিক যুগল অসুস্থ থাকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং ঘটনাটি প্রশাসনের নজরে আসে।
এ বিষয়ে স্বপন খাঁর বাবা আসমত আলী খাঁ বলেন, ‘আমার ছেলে গ্রামের একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে যার কারণে কামাল মেম্বার আমার ছেলে এবং মেয়েটাকে বেদম মারধর করেছে এবং গলায় জুতার মালা পড়িয়ে এলাকায় ঘুরিয়েছে। যা আমি মনেপ্রাণে মানতে পারিনি। আমি এর সুষ্ঠ বিচার চাই।’
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘এলাকায় অসামাজিক কার্যকলাপ করার কারণে তাদেরকে সামাজিক বিচার করা হয়েছে। আমি তাদের নির্যাতন করিনি।’
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ