Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে দু’প্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ : ককটেল বিস্ফোরণ-ফাঁকা গুলিবর্ষণ

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসার টাকা ভাগভাটোয়ারা নিয়ে দ্ব›দ্বকে কেন্দ্র করে দুই গ্রুপের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত: ১২ জন আহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত উপজেলার বলাইখাঁ এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাইখাঁ এলাকার কামাল হোসেনের সঙ্গে একই এলাকার শাহাদুল্লা জমির ব্যবসা করত। কয়েক মাস পূর্বেই তারা আলাদাভাবে জমির ব্যবসা শুরু করেন। পূর্বের জমিব্যবসার টাকা ভাগভাটোয়ার নিয়ে তাদের দু’জনের মাঝে দ্ব›দ্ব চলে আসছিল। ওই দ্ব›দ্বকে কেন্দ্র করে গত শনিবার রাতে কামাল হোসেনের শালা ফয়সালের সঙ্গে শাহদুল্লার বাকবিতÐা হয়। এক পর্যায়ে শাহাদুল্লাকে চর-থাপ্পর মারে ফয়সাল।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে শাহাদুল্লা ও তার লোকজন বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কামাল হোসেনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় কামাল হোসেনের লোকজনও আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়। এ সময় ৬- ৭টি ককটেল বিস্ফোরণ ও ৩-৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত: ১২ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হামলা চলাকালীন সময় এলাকার লোকজন ও পথচারী ভয়ে ছুটাছুটি করতে থাকে এবং এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে কামাল হোসেন জানান, শাহাদুল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্য পূর্বপরিকল্পিতভাবে তার বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, ককটেল বিস্ফোরণ ও আহতের ঘটনা ঘটিয়েছে।
অপর দিকে শাহাদুল্লাহ জানান, কামাল হোসেনসহ তার লোকজনই তাদের উপর হামলা চালিয়ে তাকেসহ তার পিতা আবুল হোসেনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জ

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ