বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলা সংবাদদাতা : জেলার পৌর শহরে ভারত থেকে আনা ৮০ বস্তায় দুই হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ।
পৌর শহরের মুন্সিপাড়া এলাকা থেকে রবিবার গভীর রাতে ট্রাকে পরিবহনকালে এসব জিরা জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান জানান, শহরের মুন্সিপাড়ার ব্যবসায়ী রবিন সাহার বাসার সামনে রবিবার গভীর রাতে ট্রাক থেকে জিরাভর্তি বস্তাগুলো নামানো হচ্ছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, জিরাগুলো জেলা শহরের ব্যবসায়ী রবিন সাহা বগুড়া থেকে ট্রাকে করে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তিনি জিরা ক্রয়ের চালানের কিছু ফটোকপি করা কাগজ দেখান। কিন্তু চালানের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় তাকে মূল চালান আনার জন্য বলা হয়। জিরার চালান ও কাগজপত্র যাচাই চলছে। বৈধ কাগজ দেখাতে না পারলে ব্যবসায়ী রবিন সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ব্যবসায়ী রবিন সাহার দেখানো চালানপত্রে বুড়িমারি কাস্টমস অফিসার সিরাজুল ইসলামের স্বাক্ষর রয়েছে। কিন্তু তিনি গত তিন মাস আগে অন্য জায়গায় বদলি হয়েছেন। এছাড়া ব্যবসায়ী রবিন সাহা প্রায়ই ভারতীয় জিরা অবৈধভাবে এনে জেলার বিভিন্ন হাট-বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।