Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহিদ আকবরের কথায় সালমার দরদ

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগে সঙ্গীত জীবনের দশক পূর্ণ করেছেন সালমা। গান নিয়ে ব্যস্ত সময় পার করা এ শিল্পী ‘দরদ’ নামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। ভালোবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিতব্য ‘মনমাঝি’ শিরোনামে ইপি অ্যালবামে থাকবে গানটি। অন্য গান দুটি হলো মনমাঝি এবং কে যে যখন। ‘কেন এতো দরদরে তোর আমার লাগি, পোড়াস অন্তর দিবা নিশি। এক করে দে, উজাড় করে বুকের পাজর।’ এমন কথার ফোক ফিউশনধর্মী গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গত বুধবার সন্ধ্যায় রেজওয়ান শেখের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। সালমা বলেন, কণ্ঠ দেয়ার পরই মনে হয়েছে অনেক সুন্দর একটি গানে কণ্ঠ দিলাম। রেকর্ডিং এর সময় স্টুডিওতে সুরকার ও সঙ্গীতায়োজক ছিলেন। সবার ভালোলাগার মতো একটি গান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ