রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত শনিবার বিকেলে এলাকাবাসী উপজেলার চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। জানা গেছে, উপজেলার সূত্রাপুর গ্রামের ওয়াখিল উদ্দিনের ছেলে বালিয়া ইউনিয়ন আ.লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ হোসেনের সহযোগী আব্দুল গণি (সুমন) গত ১২ জানুয়ারী চৌরাস্তা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একই গ্রামের মাসুম, সুজন আলামিন আনিসসহ ৪/৫জন এলাকার চিহ্নিত অপরাধী সন্ত্রসী কায়দায় তার মোটরসাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র লোহার রড, লাঠি দিয়ে তার উপর হামলা চালিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে অংশ গ্রহণ করেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আহম্মদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল বাছেদ, আফাজ উদ্দিন, আহম্মদ আলীনূরে আলম সিদ্দিকী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।