Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত শনিবার বিকেলে এলাকাবাসী  উপজেলার চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  করেছে। জানা গেছে, উপজেলার সূত্রাপুর গ্রামের ওয়াখিল উদ্দিনের ছেলে বালিয়া ইউনিয়ন আ.লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ হোসেনের সহযোগী আব্দুল গণি (সুমন) গত ১২ জানুয়ারী চৌরাস্তা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একই গ্রামের মাসুম, সুজন আলামিন আনিসসহ ৪/৫জন এলাকার চিহ্নিত অপরাধী সন্ত্রসী কায়দায় তার মোটরসাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র লোহার রড, লাঠি দিয়ে তার উপর হামলা চালিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে অংশ গ্রহণ করেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আহম্মদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল বাছেদ, আফাজ উদ্দিন, আহম্মদ আলীনূরে আলম সিদ্দিকী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ