পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কর্পোরেট ডেস্ক ঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। গতকাল পণ্যটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে ডলারের অবনমন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ সংকটও দরবৃদ্ধির কারণ হিসেবে কাজ করেছে। মার্কেটওয়াচ জানায়, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ব্যারেলে ১৬ সেন্ট। ফেব্রæয়ারিতে সরবরাহ চুক্তিতে এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৫১ ডলার ৫৩ সেন্টে। অন্যদিকে লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ব্যারেলে ১৪ সেন্ট বেড়েছে ব্রেন্ট অয়েলের দাম। গতকাল এখানে প্রতি ব্যারেল ব্রেন্ট অয়েল বিক্রি হয়েছে ৫৪ ডলার ৩০ সেন্টে। ওয়াল স্ট্রিট জার্নাল ডলার ইনডেক্সের হিসাব অনুযায়ী, গতকাল ১৪টি ভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে দশমিক ১ শতাংশ। দশমিক ৩ শতাংশ বাড়ার পর ডলারের এ অবনমন জ্বালানি তেলের বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। দুর্বল ডলারের কারণে ভিন্ন মুদ্রা ব্যবহারকারী ব্যবসায়ীদের কাছে জ্বালানি অপেক্ষাকৃত সস্তা হয়েছে, এ কারণে পণ্যটির বাজারে বিরাজ করছে বাড়তি চাহিদা। একই সঙ্গে রয়েছে সরবরাহ সংকট। সবমিলিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারটি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। জ্বালানি তেল উত্তোলন নিয়ে ট্রাম্পের নীতি কেমন হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীরা বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। অনেকেই মনে করছেন, ট্রাম্প প্রশাসনের প্রথম ১০০ দিন জ্বালানি তেলের বাজারটি অস্থির থাকবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে ওপেকভুক্ত দেশগুলোয় অপিরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমেছে। গত মাসে ওপেকভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে দিনে ৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে, যা আগের মাসের (নভেম্বর) তুলনায় দৈনিক ৩ লাখ ২০ হাজার ব্যারেল কম। আইইএ বলছে, ডিসেম্বরের উত্তোলন হ্রাসের ধারাবাহিকতা চলতি জানুয়ারিতেও অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে সৌদি আরবসহ ওপেকভুক্ত শীর্ষ উত্তোলক দেশগুলো পণ্যটির উত্তোলন কমিয়ে এনেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।