Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে মাদক সেবন ও বহনের দায়ে আটক ২

ভ্রাম্যমাণ আদালতে ১ জনের সাজা

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবন ও বহনের দায়ে ২ জনকে আটক করে ১ জনের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা। জানা যায়, গত শুক্রবার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২জন মাদক সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো- পৌর এলাকার চকচকা গ্রামের মৃত কদম আলীর ছেলে মোঃ সাহাজুল ইসলাম (৪৫) ও উপজেলার রাঙ্গামাটি বিজিবি ক্যাম্প এলাকার মোঃ কদম আলীর ছেলে মোঃ শুকুর আলী (৩৫)। পরবর্তীতে মাদক সেবন ও বহনের দায়ে আটক মোঃ শুকুর আলীকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(ঘ) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এহেতেশাম রেজা। অন্যদিকে ২টি অ্যাম্পোল ইনজেকশনসহ হাতেনাতে আটক অপর আসামি মোঃ সাহাজুল ইসলামকে মাদক সেবন ও  বহনের দায়ে এসআই এশরেকুল বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী বলেন, মাদক সেবন ও বহনের দায়ে ধৃত আসামি মোঃ শুকুর আলীকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হলে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অপর আসামি মোঃ সাহাজুল ইসলামের নামে মামলা দায়েরের পর গতকাল শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ