রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের উত্তর নগরাজপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের বাড়ীর ভিতরে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১০টায় নগরাজপুর গ্রামের মৃত নুরু মিয়ার চার পুত্র পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীর ভিতরে ভাঙচুর চালায়। পরে মুক্তিযোদ্ধা শামসুল হক ফুলবাড়ী থানা পুলিশকে জানালে এস আই নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিদর্শন করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক তার বোন মোছা. পাংখা বেগমের কাছ থেকে সাড়ে ১১ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু তার ভাই মৃত নুরু মিয়ার পুত্র রফিকুল ইসলাম (৩৫), রব্বানী মিয়া (৩২), আব্দুল কাদের (২৮) ও কুদ্দুস মিয়া (২৫) জমি দখল দিতে বাধা দেয়। পরে তারা বাড়ীর দেয়াল টিনের চ্যাকার ও বড়ই গাছ কেটে ফেলে দেয়। মুক্তিযোদ্ধা শামসুল হক জানান, আমার বোনের কাছ থেকে সাড়ে ১১ শতাংশ জমি ক্রয় করেছি কয়েক বছর আগে। কিন্তু আমার ভাইয়ের ছেলেরা জমি দখল দেবে না। তারা জোর করে আমার বাড়ীতে ঢুকে ভাঙচুর চালায়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, আমরা ভালোভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।