রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুকুর দখল ও নকশা বহিভূর্তভাবে এক চিকিৎসক কর্তৃক নির্মিত ১০ তলা ভবন অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শহরের মুন্সেফপাড়া-বাগানবাড়ি এলাকাবাসী। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, ডিউক চৌধুরী নামের ওই চিকিৎসক পশ্চিম পাইকপাড়া মৌজার ১৩.২৩ শতক ভূমিতে প্লান বহির্ভূতভাবে এবং পৌরসভার পুকুর দখল করে নির্মাণ কাজ শুরু করলে পৌরসভা বিভিন্ন সময়ে ৫ দফা নোটিশ প্রদান করে। চিকিৎসক এসব নোটিশ আমলে না নিয়ে কাজ চালিয়ে যায়। সর্বশেষ পৌরসভা থেকে ওই বিল্ডিংয়ের অবৈধভাবে নির্মিত অংশ ভাঙ্গার জন্যে জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাওয়া হয়েছে। কিন্তু গত ২ মাসেও ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়নি। অভিযোগ করা হয়, শহরের পশ্চিম পাইকপাড়া মৌজার সাবেক এসএ ১২২ দাগের আন্দরে ১৩.২৩ শতক ভূমি ক্রয় করে খ্রিষ্টীয় মিশনারী হাসপাতালের চিকিৎসক ডিউক চৌধুরী ও তার স্ত্রী ডাক্তার এনজেলা চৌধুরী সেখানে বেইসমেন্টসহ ১০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের জন্যে একটি প্রস্তাবিত নকশা অনুমোদনের জন্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় জমা দেন। পৌরসভা ইমারত নির্মাণ নির্দেশিকা অনুসারে ডাক্তার দম্পতি কর্তৃক দাখিলা নকশা ও লেআউট প্লান সংশোধিত আকারে অর্থাৎ উত্তরে ১.৯৬ মিটার, দক্ষিণে ১.৫২ মিটার, পূর্বে ২.৩৪ মিটার ও পশ্চিমে ৫.৫৭ মিটার করে ভূমি খালি রেখে নির্মাণ কাজ করার অনুমতি দেয়া হয়। অভিযোগ করা হয়, এরপরই বিধি বহিভূর্তভাবে নির্মাণ কাজ শুরু করলে পৌর কর্তৃপক্ষ ২০১৫ সালের ৬ ডিসেম্বর নোটিশ প্রদান করে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। পরে মাপঝোক করে পৌরসভার ভূমি দখল করে নির্মাণ কাজ করতে দেখা যায়। কিন্তু জোরপূর্বক কাজ চালিয়ে যেতে থাকেন ডিউক চৌধুরী। এরপর পৌরসভা থেকে ২০১৬ সালের ৪ আগষ্ট, ১০ আগষ্ট, ২১ আগষ্ট ও ৩১ আগষ্ট নির্মাণ কাজ বন্ধ ও অবৈধ নির্মাণ অপসারণের জন্যে নোটিশ দেয়া হয়। পৌরসভার জায়গায় ও প্লান বহিভূর্ত অবৈধ অংশ ভাঙ্গার জন্যে গত ১০ অক্টোবর জেলা প্রশাসকের কাছে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়ার আবেদন জানিয়েছে। কিন্তু ২ মাসেও ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়নি। সংবাদ সম্মেলনে চিকিৎসক ডিউক চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারী আইনে ব্যবস্থা গ্রহণ ও অবৈধ অংশ ভেঙ্গে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানানো হয়। এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরাফাত মোশারফ খান অপু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর খবির উদ্দিন, এডভেকেট তারিকুল ইসলাম জুয়েল, এডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।