Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ : ৬ বাড়ি ভাঙচুর

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত এবং ৬টি বসবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাগাঙ্গাসী গ্রামের হাসু ও জহুরুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের হাসু মিয়ার সাথে জহুরুল ইসলামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে হাসু গ্রুপের লোকজন জহুরুল গ্রুপের কয়েকজনকে মারপিট করে। এই ঘটনার সূত্র ধরে শনিবার সকালে পুনরায় হাসু গ্রুপের লোকজন জহুরুল গ্রুপের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এ সময় হাসু গ্রুপের লোকজন জহুরুল গ্রুপের লোকজনের ৬টি বাড়ি ভাঙচুর করে। এ সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে সোনাউল্লাহ, মকবুল হোসেন ও সাইফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ইকবাল, আবুল কালাম, রফিকুল ইসলাম ও নুর মোহাম্মদকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যদের উল্লাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আর যাতে সংঘর্ষ না হয় এ কারণে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ