Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাসড়ক অবরোধ করে হত্যা মামলায় অভিযুক্ত বিদ্যালয় সভাপতির মুক্তি দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইয়ে হত্যা মামলায় অভিযুক্ত এক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য সফি উদ্দিনের মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসময় অন্তত ৩০ মিনিট অবরোধ করে রাখার পর জোরারগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার সকালে করেরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পশ্চিম অলিনগর এলবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশগ্রহণ করে। সফি উদ্দিন উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম অলিনগর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ওয়ার্ড আ.লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। মানববন্ধনে করেরহাট ইউনিয়ন আ.লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সহ-সভাপতি কালাচাঁন চৌধুরী, যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যা, করেরহাট কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মামুন, করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল, করেরহাট ইউনিয়ন আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। করেরহাট ইউনিয়ন আ.লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম জানান, গত ১৭ জানুয়ারি করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি সফি উদ্দিনকে হত্যা মামলার মিথ্যা অভিযোগ গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ। তিনি ওই মিথ্যা মামলা তুলে নেয়া দাবি জানান। তা না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর পার্শ্ববর্তী ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের ওমান প্রবাসী সফি আহম্মদের স্ত্রী এক সন্তানের জননী আকলিমা আক্তার পারভীন মীরসরাই উপজেলার অলিনগরে অসুস্থ মাকে দেখে স্বামীর বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুরে ফেনী নদী থেকে আকলিমার ভাসমান লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কয়েকদিন আগে আটক সফি মেম্বারের শালিকা হালিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি রাতে নিজ এলাকা থেকে সফি মেম্বারকে আকলিমা হত্যা মামলায় আটক করে ছাগলনাইয়া থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ